উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী পালিয়েছে।
পুলিশ জানায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোস্তাক আল মামুন (২৫) নামের ওই যুবক জ্বর সর্দি কাশি মাথা ব্যাথা নিয়ে গত ০৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শশুর বাড়িতে যান।
শশুরবাড়ির স্বজনরা তার এই লক্ষন দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।
চিকিৎসা নেয়ার দুইদিন পরে ৭ এপ্রিল রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তা আবুল হোসেন।
