উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনায় সুজানগর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দূর্গাপুর খন্দকারপাড়া (ঘোষপাড়া এলাকার মোঃ সোরহাব হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।
সুজানগর হাসপাতালের আরএমও ডাঃ সেলিম মোরশেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কাজী শরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গিয়ে ওই বাড়ীসহ গ্রামটি লকডাউন ঘোষণা করেছে।
স্থানীয় এলাকাবাসী জানায় নারায়নগঞ্জের একটি ট্রেক্সটাইল মিলে কর্মরত উক্ত জাহাঙ্গীর তার কর্মস্থল থেকে অসুস্থ অবস্থায় গত ১০ দিন আগে তার নিজ বাড়ী সুজানগরের আহম্মদপুরে আসে। পরে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে দুইদিন পরই চিকিৎসার জন্য ঢাকাতে পাঠিয়ে দেয়। এ সময় তার পরিবারের পক্ষ থেকে তার ছেলের জন্ডিস হয়েছে বলে দাবী করা হয়।
পরে ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষার পর উক্ত জাহাঙ্গীরের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে সে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে এ গণমাধ্যমকে জানায় করোনায় আক্রান্ত জাহাঙ্গীরের পিতা সোরহাব হোসেন। এ সময় তিনি করোনায় আক্রান্ত তার ছেলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
সুজানগর উপজেলায় প্রথম এ করোনা আক্রান্ত রুগী শনাক্ত হওয়ায় স্থানীয় গ্রামবাসীসহ উপজেলার সকলের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।