উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : কাল (২৬ এপ্রিল) থেকে পোশাক কারখানা খুলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিতে যোগ দিতে ঢাকা, সাভার, গাজীপুরসহ বিভিন্ন কারখানায় ছুটছেন পোশাক শ্রমিকরা। কিন্তু রাস্তায় নেই গণপরিবহন। তারপরও চাকরি বাঁচাতে রাস্তায় নেমেছেন তারা। রিকশা, ভ্যানে চড়ে প্রয়োজনে পায়ে হেঁটেও পৌঁছাতে হবে কারখানায়।
পাবনার নগরবাড়ি ঘাটের সুফিয়া বেগমের সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন। ভোর ৫টায় রওনা দিয়ে নৌকায় যমুনা নদী পার হয়ে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছান সকাল ৮টায়। এরপর তিন দফায় ভ্যান, রিকশা পাল্টে ২০ কিলোমিটার দূরত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌছেন বেলা সাড়ে ১১টায়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আবার উঠেন একটি রিকশা ভ্যানে। সাভার পর্যন্ত প্রতিজন দুইশ টাকায় ফয়সালা করলেন রিকশাচালকের সাথে। প্রতি ভ্যানে যাত্রী নেওয়া হচ্ছে কমপক্ষে পাঁচজন। তিনি জানালেন, স্বাভাবিক সময় নগরবাড়ি থেকে সাভার পৌছুতে নৌকা, বাস, রিকশা ভাড়া বাবদ লাগে দেড়শ টাকা। সেখানে তার লাগছে কমপক্ষে পাঁচশ টাকা।
যথাসময়ে যোগদান না করতে পারলে চাকুরী হারানোর হুসিয়ারিতে সড়ক পথেও পাবনাসহ উত্তরাঞ্চলের অনেক গার্মেন্টসকর্মী সিরাজগঞ্জ রোডের চারমাথায় আটকে আছে সকাল থেকে।
