Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনার বেড়ায় এক শ্রমিককে পিটিয়ে হত্যা

পাবনার বেড়ায় এক শ্রমিককে পিটিয়ে হত্যা

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনার বেড়ায় দুলাল (৪৫) নামের এক শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। নিহত শ্রমিক উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে দুলাল (৪৫) ও একই গ্রামের শাজাহান (৫৫) নামের দুই শ্রমিক পাশের জগনাথপুর গ্রামে আরশেদ বিডিআর এর বাড়িতে খোয়া ভাঙার কাজ করতে যায়। কাজের একপর্যায়ে সকাল ১০টার দিকে আরশেদ বিডিআর এর ছেলে হিরা (৩০) বাড়িতে এসে হাসুয়া নিয়ে দুই শ্রমিকের ওপর আতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় প্রতিবেশীরা দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাটুরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা করান। অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে সকাল ১১টার সময় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার সময় দুলাল মারা যায়। পরে বেড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। বেড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …