Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের আর্থিক অনুদান বিতরণ

পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের আর্থিক অনুদান বিতরণ

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে এই অনুদান বিতরণ করা হয়। এই সময় আত্মসমর্পণকারী ৯৯ জন চরমপন্থীদের মধ্যে প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম, বিপিএম বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বারাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, বঙ্গবন্ধু ও তার কন্যার বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কারও খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবো।
আত্মসমর্পণকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন, তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই, ভুলে না থেকে পবিত্র এই রমজান মাসে আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন।
চরমপন্থীদের মাঝে বকুল, রব্বানসহ কয়েকজন বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে গত বছর পাবনায় আত্মসমর্পণের মধ্যদিয়ে চরমপন্থী পথ থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেদিন ১ লাখ টাকা করে অনুদান দিয়েছিলেন। আজ আবার পঞ্চাশ হাজার করে টাকা দিলেন, সত্যিই তার নিকট আমরা চির কৃতজ্ঞ থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক কবীর মাহমুদ, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহী বিভাগীয় প্রধান (যুগ্ম পরিচালক) মোহাম্মদ জহির উদ্দিন।
এছাড়াও এ সময় পৌর পাবনা সভার মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শামিমা আকতার ও খন্দকার রবিউল আরাফাত প্রমুখ।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *