উত্তরাঞ্চলীয় প্রতিনিধি : আজ মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার পর রাজশাহী বিভাগের তিন জেলায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ জন বেশী। নতুন আক্রান্তের মধ্যে ২৩ জন জয়পুরহাটের, বগুড়ার ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ জন। তৃতীয় দফায় পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয় হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার পর্যন্ত নওগাঁ জেলায় আক্রান্তের সংখ্যা ৭০ জন। তবে একদিনে ২৩ জন আক্রান্ত বেড়ে নওগাঁ জেলাকে ছাড়িয়ে গেছে জয়পুরহাট। এ জেলায় বর্তমানে আক্রান্ত রোগির সংখ্যা ৭১ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জন। এছাড়াও রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১২ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপরটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়। এছাড়াও মাঝে মধ্যে রাজশাহীতে দুই শিফটে নমুনা পরীক্ষা করাও হচ্ছে। তবে রাজশাহীতে আরেকটি ও পাবনায় একটি ল্যাব স্থাপনের কাজ চলছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে এখন প্রত্যেককে সর্বোচ্চ সর্তক থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। আর করোনার কোনো উপসর্গ থাকলে নমুনা পরীক্ষা করতে হবে।
