পাবনা প্রতিনিধি : দোকানপাট খুলে দেয়ার পর এক দিনের ব্যবধানে পাবনায় নয়জনের করোনা শনাক্ত।
আজ মঙ্গলবার (১৯ মে) জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, রামেক পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সাতজন স্বাস্থ্যকর্মি ও একজন স্বাস্থ্যকর্মির পোষ্য এবং ভাঙ্গুড়া উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
সাঁথিয়ায় শনাক্তকৃতদের মধ্যে তিনজন নার্স, একজন সেকমো, একজন এমটি-ল্যাব, একজন সিএইচসিপি ও একজন স্টাফের পোষ্য।
ইতিপুর্বে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মির করোনা শনাক্ত হয়। তিনি উপসর্গ বহনকারী একজনের রক্ত সংগ্রহ করতে গিয়ে সংক্রমিত হয়েছিলেন। আজকে শনাক্তকৃত ওই ছয়জনই সুস্থ্য রয়েছেন এবং স্বাভাবিক জীবন যাপন করছেন।
মাত্র একদিন আগে গত ১৭ মে বেড়া উপজেলায় প্রথম একজনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫।
এদিকে গতকাল থেকেই জেলা প্রশাসন থেকে কাঁচাবাজার, ঔষধের দোকান, সার কীটনাশকের দোকান ও মুদীখানা ছাড়া সপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। অপ্রয়োজনীয় চলাচলের উপর কঠোর ভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
