পাবনা প্রতিনিধি : ভার্চুয়াল শুনানীতে পাবনা আদালত থেকে বুধবার (২০ মে) মুক্তি পেলেন জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কোরবান আলী। তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বেড়া উপজেলা আওয়ামী লীগের একাধীক নেতা।
গত ১৩ এপ্রিল ত্রাণের চাল আত্মসাতের প্রচেষ্টার অভিযোগে তাঁকে বাধেরহাটের অস্থায়ী কার্যালয় (ঢালারচর ইউপি) থেকে আটক করে র্যাব-১২। পরবর্তীতে তাঁকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্থ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কোরবান আলীকে আটকের ঘটনায় গোটা জেলা জুড়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
উল্লেখ্য চেয়ারম্যান কোরবান আলীকে নির্দোষ দাবী করায় বেড়া পৌর সভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেনকে অনেকটা তড়িঘড়ি করে ১৪ এপ্রিল আওয়ামী লীগ থেকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। একই দিনে ঢালারচর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আটক চেয়ারম্যান কোরবান আলীকেও আওয়ামী লীগ থেকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ।
কোরবান আলীর আটক ঘটনা, চাল উদ্ধার, চেয়ারম্যান পদ বাতিল ও আওয়ামী লীগ থেকে বহিস্কার, পক্ষে কথা বলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ ও দল থেকে আলহাজ্ব আব্দুল বাতেনকে বহিস্কার ইত্যাদি নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে নানা কল্পকাহিনী রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছিল বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন।
