পাবনা প্রতিনিধি : পাবনায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ জনে।
পাবনা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের কর্মরত ডাঃ আব্দুর রহীম মৃধা বিষয়টি আজ (২৩ মে) নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে পাবনা সদর উপজেলার দোগাছীর সালমা খাতুন (৩০), ঈশ্বরদী উপজেলার শিল্পী খাতুন (৩৫), ভাঙ্গুড়া উপজেলার আবু জাফর (৩৫), ফরিদপুর উপজেলার রনি (২৬) ও সুজানগর উপজেলার আমিনপুর ঝর্ণা খাতুন (৩৮)। আক্রান্তদের সবারই বয়স ৩০ থেকে ৩৮ এর মধ্যে। এদের বেশিরভাগই সামাজিক ভাবে সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করেন সিভিল সাজন ইকবাল মেহেদী।