পাবনা প্রতিনিধি,৫ জুন: পাবনার দিলালপুর এক বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে পুলিশ মরদেহগুলি উদ্ধার করেন। নিহতরা হলো রাকাবের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল জব্বার (৬০) তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০)ও মেয়ে সানজিদা খাতুন জয়া (১৩)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছন।
নিহত আব্দুল জব্বার ওই বাড়িতে ভাড়া থাকতেন। সানজিদা জয়া পাবনা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত আব্দুল জব্বারের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আ. মতিন সেখের ছেলে।
ওসি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ডাকাতরা তাদেরকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে যায়। তবে ঘটনাটি দুইতিন দিন অাগে ঘটেছে বলে দাবী পুলিশের।
