পাবনা প্রতিনিধি, (৬ জুন) : গত দুইদিনে পাবনায় ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে ৩১ জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা একদিনে
শনাক্তের হিসেবে সর্বোচ্চ। এদের মধ্যে একজন চিকিৎসকও আছেন। বিষিয়টি নিশ্চিত করেছেন রামেক করোনা ল্যবের পরিচালক প্রফেসর ডা. সাবেরা গুল নাহার।
পাবনার সিভিল সাজন ডা: মেহেদী ইকবালও এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দেয়া শনিবারের (৬ জুন) তথ্য মতে, পাবনা সদর উপজেলায় ২৬ জন, ঈশ্বরদী উপজেলায় একজন চিকিৎসকসহ ৪ জন ও আটঘরিয়া উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৩ জনে।
তিনি জানান, শনিবার দুই সিফটে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা জন্য পিসিআর মেশিনে তোলা হয়। যার মধ্যে ১৬৬ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। যেখানে পাবনার মোট ৩১ জনের নমুনায় করোনা পজেটিভ সনাক্ত হয়।
এই দিনে জেলায় কেউ মারা যাবার খবর পাওয়া যায়নি। তবে ১ জন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৮ জন।
এদিকে গতকালের তথ্যমতে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল এবং আজ ৩১ জন শনাক্ত হয়েছে।