উত্তরাঞ্চলীয় প্রতিনিধি, ৮ জুন : রাজশাহী বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সোমবার (৮ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন একজন। একই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৪ জন করোনা রোগী। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭৯০ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন, নওগাঁয় ১৫৯ জন, নাটোরে ৬৬ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১০৮ জন ও পাবনায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডা. গোপেন্দ্র নাথ বলেন, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ১ জনের মৃতু হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় দুইজন, নাটোরে একজন, বগুড়ায় সাতজন, সিরাজগঞ্জ দুইজন ও পাবনায় দুইজন।