সিরাজগঞ্জ সংবাদদাতা; ১০ জুন : সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তামান্না খাতুন (২০) নামে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সে এনায়েতপুর খাজা ইউনুস আলী নার্সিং কলেজের ছাত্রী ছিলো। তার বাড়ি পাবনার আটঘরিয়ায়। এছাড়া গত ২৪ ঘন্টায় চিকিৎসক সহ ১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৬ জনে।
জানা যায়, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গত মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে তামান্না (২০) ভর্তি হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে। তার আগেই সোমবার রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় তিন জনের মৃত্যু হলো। এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের দুই জন চিকিৎসকসহ নতুন করে জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।