উত্তরাঞ্চলীয় প্রতিনিধি, ২৬ জুন : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও ১৯ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। শুক্রবার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।
নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৬ জন ও পাবনার ১৩ জন।
ডা. সাবেরা গুলনাহার বলেন, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮১ জনের নমুনার। যার মধ্যে ১৯ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর ছয়জন ও পাবনার ১৩ জন।