পাবনা প্রতিনিধি, ১২ জুলাই : পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়,গতকাল শনিবার (১১জুলাই) সকালে বেড়া বনগ্রামের তাজুল শেখ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য অনেক জায়গাতে খোঁজাখুজির পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ রবিবার সকাল ১১ টার সময় স্থানীয়রা পাশ্বর্বর্তি অধিন নগর গ্রামের জমিতে বাবলা গাছের সাথে একটি ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের ছেলে আমিরুল জানায় আমার বাবার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আমার বাবাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বেড়া মডেল থানার অফিস ইনর্চাজ (ওসি) শাহিদ মাহমুদ খান জানান,লাশের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার ধারনা তাকে হত্যা করে পরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই আসল ঘটনা জানা যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।