পাবনা প্রতিনিধি,১০ সেপ্টম্বর : পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় তিনি মারা যান।
বুধবার (২ সেপ্টেম্বর ) তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তার করোনা পজিটিভ প্রকাশ করা হয়।
মরহুম আব্দুল কাদের স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেড়া উপজেলার নগববাড়ী এলাকার শিবপুরে বাসিন্দা। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
