উত্তরাঞ্চলীয় প্রতিনিধি, ২৯ অক্টোবর: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বসছেন বিয়ের পিড়িতে। গতকাল বুধবার ঘরোয়া পরিবেশে তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তার বিবাহ সম্পন্ন হচ্ছে।
বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক রেজভি আহমেদের। সম্প্রতি তিনি রাবিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। রেজভি আহমেদের বাড়ি লালমনিহাটের হাতিবান্ধা এলাকায়। এছাড়া অর্ণা রাবি হাসপাতালের চিকিৎসক হিসেবে এ্যাডহকে নিয়োগ লাভ করেন চলতি বছরেই।