পাবনা প্রতিনিধি, ২৮ নভেণ্বর : পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে বেড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর) সকালে বেড়া সরকারী কলেজ মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনীল কুমার সাহার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রশীদ দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা সদর আসনের এমসি গোলাম ফারুক প্রিন্স, পাবনা ১ আসনের এমপি এড. শামসুল হক টুকু, পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ও বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, কার্যকারি সদস্য ফজলুর রহমান মাসুদ। সভায় বক্তারা বেড়া উপজেলাবাসীকে ১০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় রেজাউল হক বাবুকে ভোট দেওয়ার অনুরোধ জানান। বক্তারা বিদ্রোহী প্রার্থীকে হুসিয়ার করেও দেন।