এস,এম,আজিজুল হক; ঢাকা, ২৮ জানুয়ারি : মহামারি করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তারপরই বিশ্বিবদ্যালয়ের প্রো-ভিসি, বিভিন্ন বিভাগের প্রধানরা, সিনিয়র চিকিৎসকরা টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া নয়টার দিকে করোনার টিকা নেন বিএসএমএমইউর উপাচার্য।
দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের পরদিন পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। এরই অংশ হিসেবে টিকা নেয়ার মধ্য দিয়ে বিএসএমএমইউর উপাচার্য নিজে টিকা নেয়ার মধ্য দিয়ে তার হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করলেন।
টিকা নেয়ার সময় পাশে দাঁড়িয়ে কনক কান্তি বড়ুয়ার সহকর্মীরা তাকে হাততালি দিয়ে উৎসাহ দেন। টিকা নেয়ার পর উপাচার্য নিয়ম অনুযায়ী বুথের পাশে পর্যবেক্ষণ রুমে অপেক্ষা করেন।
দিনভর বঙ্গবন্ধু মেডিকেল ছাড়াও রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালে ৫০০ জন ফ্রন্টলাইনারকে টিকা দেয়া হবে বলে জানা গেছে।
