পাবনা প্রতিনিধি, ২৯ জানুয়ারি : পাবনা পৌরসভার আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের নির্বাচনী এজেন্ট আহসান হাবীব আসানকে (৪০) কে ছুরিকাঘাতে আহত করেছে সন্ত্রাসীরা। আসানের অভিযোগ আওয়ামীলীগ প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থক সন্ত্রাসীরা শুক্রবার দুপুরে হামলা করে তাকে আহত করে। আসান পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী নারিকেল গাছ প্রতীকের প্রার্থীর ৪ নং ওয়ার্ড ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট ও একই ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক।
আহত আসান জানান, গতকাল রাতে আওয়ামীলীগ প্রার্থী আলী মতুর্জা বিশ্বাস সনির সমর্থক সন্ত্রাসীরা নারিকেল গাছ মার্কার ৪ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় ভেঙে দিয়ে যায়।
শুক্রবার দুপুরে নির্বাচনী ক্যাম্প মেরামতের কাজ শুরু করলে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবু ওরফে লক বাবু, এম এইচ হিমেল রানা ও শাকিল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতির্কিতে হামলা করে আসানকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পাবনা সদর থানার পরিদর্শক রওশন আলী জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।