পাবনা প্রতিনিধি, ৩০ জানুয়ারি : বহুল আলোচিত পাবনা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরিফ উদ্দিন প্রধানকে। মাত্র ১২২ ভোটের ব্যবধানে তিনি আওয়ামী লীগের প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনিকে পরাজিত করেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টা ২০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রিটার্নিং প্রধান রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা দেন।
শরিফ উদ্দিন প্রধান পেয়েছেন ২৭ হাজার ৯৬৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী সনি বিশ্বাস পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট।
ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এডওয়ার্ড কলেজের ভিপি নূর মোহম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট। হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু বক্কর সিদ্দীক পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি মনোনীত চৌধুরী মোহম্মদ মাহাবুবুল হক পেয়েছেন ২৭৬ ভোট।