পাবনা প্রতিনিধি, ২ ফেব্রুয়ারি : সকল অনিশ্চয়তা আর জল্পনা কল্পনা শেষে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পাবনার সকল উপজেলায় করোনা টিকা প্রদান শুরু হবে।
ইতিমধ্যে জেলায় পৌঁছে গেছে করোনা ভ্যাকসিন। ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যান থেকে তা জেলা শহরের আব্দুল হামিদ রোডের ইপিআই ভবনে তাপমাত্রা নিয়ন্ত্রন করে সংরক্ষণ করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারী থেকে জেলার সকল উপজেলায় সরকারের নীতিমালা অনুযায়ী তা প্রদান শুরু হবে।
জেলা স্বাস্থ্যবিভাগ গণমাধ্যমকে জানায়, শুক্রবার বিকেলে ৮৪০ ভায়েল করোনা ভ্যাকসিন পাবনায় পৌঁছেছে। যা থেকে প্রথম পর্যায়ে জেলায় ৮৪ হাজার মানুষকে টিকা প্রদান করা যাবে। ভ্যাকসিনের কার্যকারিতা ও গুণগতমাণ ঠিক রাখতে ইপিআই ভবনের সংরক্ষণগারে রাখা হয়েছে।
পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু জাফর জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পাবনায় প্রতিটি উপজেলায় করোনা ভ্যাকসিন প্রদানে কমিটি কাজ শুরু করেছে। নীতিমালা অনুযায়ী অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন প্রদানের সকল প্রস্ততি প্রায় সম্পন্ন। টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ দেয়ার কাজও প্রায় শেষের দিকে।
ডাঃ আবু জাফর আরো জানান, ভ্যাকসিন প্রতি মাসেই ধারাবাহিক ভাবে আসবে। জেলায় সকল জনসাধারণই এই ভ্যাকসিন প্রদানের আওতায় আসবে। কাজেই এটা নিয়ে হুড়োহুড়ি কিংবা উদ্বিগ্ন হবার কিছু নেই।