পাবনা প্রতিনিধি, ৭ জানুয়রি : পাবনায় করোনার প্রথম টিকা নিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর {পাবনা/৫) আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স।
সারা দেশের ন্যায় পাবনায় প্রথম ধাপে ৮৪ হাজার ডোজ করোনার টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এতে ৪২ হাজার মানুষকে দেওয়া যাবে।
রবিবার (৭ ফেব্রুয়ারি ২০২১) দুপুরে জেনারেল হাসপাতাল মাঠে জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ আয়োজিত করোনার ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে
এমপি প্রিন্স সবার আগে করোনার ভ্যাকসিন নেন। এর আগে গত ৪ ফ্রেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস কনফারেন্সে এমপি প্রিন্সের সর্ব প্রথম ভ্যাকসিন নেওয়ার বিষয়টির কথা জানান জেলা প্রসাসক।
এর পর পর্যায়ক্রমে করোনার টিকা নেন, পাবনার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো: কবির মাহমুদ, পুলিশ সুপার মোহা: মহিবুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো: রোস্তম আলী।