Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / দেশেই উৎপাদন হবে করোনা ভাইরাস টিকা

দেশেই উৎপাদন হবে করোনা ভাইরাস টিকা

নিউজ ডেস্ক, ৮ মার্চ : প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আমরা সেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে, যাদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। অলরেডি কোনো কোনো কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এবার দেশেই উৎপাদন হবে করোনা ভ্যাকসিন।’

ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘কোনো কাজ মানুষ একা পারে না, সবাই মিলে কাজ করলে সেটা বেশি কার্যকর হয়। আমরা ভ্যাকসিনের জন্য মে-জুন মাসে লেখালেখি শুরু করি। যেসব প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করে, সবখানে চিঠি পাঠিয়েছি। আমরা রাত-দিন ভিডিও কনফারেন্স করেছি। যাতে আমরা করোনা ভ্যাকসিন সঠিক সময়ে পাই। মাননীয় প্রধানমন্ত্রীকে সব সময় অবহিত করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ভ্যাকসিনের জন্য অগ্রিম টাকা দিয়েছি। অন্য দেশের আগেই আমরা ভ্যাকসিন পেয়ে গেছি।’

করোনাযুদ্ধে যারা মারা গেছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় আমরা অনেক মানুষকে হারিয়েছি। তবে করোনা এখনো চলে যায়নি। আর ভ্যাকসিন নিলেই করোনামুক্ত হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম বিষয়টা এমন না। ভ্যাকসিন নেয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগে। তার মধ্যে সবাই আবার ভ্যাকসিন নেয়নি। করোনার শুরুতে চিকিৎসকরা দ্রুত সাড়া দিয়েছেন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, বিনোদন কেন্দ্রগুলোতে ঘোরাঘুরি করছেন। কক্সবাজার যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না। কিন্তু এখনো করোনা যায়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *