পাবনা প্রতিনিধি, ৯ মার্চ : পাবনা শহরে অপসোনিন ফার্মার ডিপোতে ভয়াবহ আগুনে ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে আতাইকুলা রোডের শালগাড়িয়া এলাকায় ওই ডিপোতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। দমকল বাহিনীর পাঁচটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অপসোনিন ফার্মার ওই ডিপোর ইনচার্জ সৈয়দ আবু ওয়াহিদ বলেন, ‘বিকেল ৪টার দিকে হঠাৎ করেই আগুন লাগে। আমরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে নেভানোর চেষ্টা করি। সেই সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানাই। অপসোনিন ফার্মা, অপসো স্যালাইন ও অপসোনিন অ্যাগ্রোর মালামাল এই ডিপোতে মজুদ ছিল। এখান থেকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ায় ওষুধ সামগ্রী বিপণন করা হয়। প্রাথমিকভাবে আমরা ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি।’
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দুলাল মিয়া বলেন, পাবনা ও আটঘরিয়ার মোট পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে দাহ্য পদার্থ কিছু থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডিপোর ভেতরে ওয়েল্ডিং চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।