উত্তরাঞ্চলীয় প্রতিনিধি, ২২ মার্চ : রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক মনসুর আলম।
মৃত্যুদণ্ড ছাড়াও তার এক লাখ টাকা জরিমানাও করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির নাম নজরুল ইসলাম। তার বাড়ি নগরীর রাজপাড়া থানার বাজে সিলিন্দা এলাকায়।
২০১৮ সালে ১৪ মে নিজ বাড়িতে জনৈক কিশোরীর (১৫) গলায় ছুরি ধরে ধর্ষণ করে। এতে ওই কিশোরী গর্ভবতী হয়। পরে বিষয়টি জানাজানি হলে ২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি তার মা রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে।