Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / সারা দেশের ন্যায় পাবনায়ও করোনা সংক্রমণ বৃদ্ধি

সারা দেশের ন্যায় পাবনায়ও করোনা সংক্রমণ বৃদ্ধি

পাবনা প্রতিনিধি, ২৩ মার্চ : হঠাৎ সারা দেশের ন্যায় পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে আরও ৮ জন। এনিয়ে জেলায় মোট সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭৪৮ জনের শরীরে।

তবে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গত ২৪ ঘণ্টা রাজশাহী বিভাগের ৩৮ জন করোনা ভাইরাসের রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৩৪ জনেরই বাড়ি পাবনা। বাকি চারজনের বাড়ি বগুড়া।

এদিকে পাবনায় চলতি মাসে প্রথম থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেয়ে ৪.৩৮%। যা বিগত দু্ি মাসের তুলতায় দিগুন। এপ্রির মাসের শেষ থেকে মার্চ মাসের এখন পর্যন্ত পাবনা জেলাতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৪৮ জন। সুস্থ্য হয়েছে ১৪৮৪ জন। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৩৯,৯২৪ জনের। সুস্থ্যতার হার ৮৪.৯০%।

বর্তমানে পাবনা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৩ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩ জন। এখন পর্যন্ত পাবনা সদরে করোনায় আক্রান্ত হয়েছে ১৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। আর সব মিলিয়ে জেলাতে মত্যুর সংখ্যা ১১ জন।

করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আগামীদিন গুলোতে স্বাস্থ্য উপকরণসহ মাক্স ব্যবহার না করলে করোনা মোকাবেলা বেশ বেগ পেতে হবে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা,. মোহম্মদ আবদুল কাদের বলেন, জেলা শহর পাবনাতে চলতি মাসের এই দুই সপ্তাহে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়ছে। যা আগের দিনের চাইতে অনেক বেশি। তবে মৃত্যুর সংখ্যা আমাদের অনেক কম। প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। সামনের দিনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সকলে মিলে এক সাথে কাজ করলে এই পরিস্থিত মোকাবলো করা সম্ভব হবে। তবে ভয় না পেয়ে সকলকে সচেতনতার সহিত পূর্বের মত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন তিনি।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *