পাবনা প্রতিনিধি, ৩১ মার্চ : পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের সংসদ সদস্য, র্অথ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৩১ র্মাচ) সকালে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম জানান, গত সোমবার জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা দিয়েছিলেন তিনি বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা বুথ থেকে জানানো হয়- তার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে।
র্বতমানে তিনি নিজ গ্রামের বাড়ি সুজানগরের সাতবাড়িয়ার বাসায় অবস্থান করছেন। তবে গত তবে ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি করোনার টিকা নিয়েছিলেন। তার করোনা টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা ডা. হাবিবুর রহমান। এদিকে সংসদ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতারর্মীরা।