নিউজ ডেস্ক, ৮ এপ্রিল : ২৬ বছর বয়সী কথিত শিশু বক্তা রফিকুলর ইসলামকে আটকের পর তার মোবাইল ফোন তল্লাশি করে’আপত্তিকর’ ভিডিও পেয়েছে র্যাব। এ ছাড়াও গোপন বিয়ে নিয়েও মিলেছে নানা তথ্য।
সূত্র মতে, র্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই রফিকুল জানিয়েছেন, ‘স্যার আমার হুঁশ ছিল না। জোসের কারণে বলে ফেলেছি। বেহুঁশে থাকলে অনেকে তো অনেক কিছুই বলে ফেলে।’ তবে ভবিষ্যতে তিনি আর এমনটা করবেন না বলে আকুতি জানান রফিকুল।
তার মোবাইল তল্লাশি করে এবং জিজ্ঞাসাবাদে মাওলানা রফিকুল গত ২০১৯ সালের শেষের দিকে হালুয়াঘাটের আসমা আক্তার নামে এক নারীকে গোপনে বিয়ে করেছেন বলে জেনেছে র্যাব। আসমা আক্তার তার বড় ভাইয়ের স্ত্রী পারভীন আক্তারের চাচাতো বোন। ওই গোপন বিয়ের অন্যতম একজন স্বাক্ষী ছিলেন পারভীন। রফিকুল এবং আসমার ওই বিয়েরও কোনো রেজিস্ট্রি হয়নি বলে জানা গেছে।