Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনায় চব্বিশ ঘন্টায় করোনা শনাক্ত ৭২

পাবনায় চব্বিশ ঘন্টায় করোনা শনাক্ত ৭২

পাবনা প্রতিনিধি, ২২ এপ্রিল : দিনের ব্যবধানের পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৪৪। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮১ জনে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৪৮ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩১ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে। জেলার চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগে করোনা ভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৩ জন, বগুড়ায় ১ জন, সিরাজগঞ্জে ১ জন ও পাবনায় ১ জন মারা গেছেন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৪৫৬ জন।

এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ২১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৬০৯ জন। এদের মধ্যে ২৬ হাজার ৪২১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৭৩২ জন কোভিড-১৯ রোগী। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *