পাবনা প্রতিনিধি, ২২ এপ্রিল : লকডাউন পরিদর্শন ও বাস্তবায়ন নিশ্চিত করতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বেড়ায় পুলিশী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ সুুপার বেড়া মডেল থানা পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
সিএন্ডবি বাসস্ট্যান্ড গোলচত্বরের সামনে এসপি মহিবুল ইসলাম খাঁন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার আহবান জানান।
এসপি মহিবুল ইসলাম খান লকডাউনের সার্বিক অবস্থা পর্যবেক্ষনের জন্য বেড়ার বিভিন্ন এলাকা পরিদর্শণ করেন।
এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে। জরুরী প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মানুষকে সচেতন করতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। সড়কের মোড়ে মোড়ে ও অলিগলিতেও পুলিশ রয়েছে। তবে মানুষ নিজেরা সচেতন না হলে পুলিশের পক্ষে সবাইকে সচেতন করা সম্ভব নয় বলেও তিনি জানান। বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারসহ সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও বেড়া এবং সাঁথিয়া থানা পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ।
বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, গত ১৪ই এপ্রিল থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়নে বেড়া থানা পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, থানার বিভিন্ন এলাকার হাট-বাজারের দোকান বিকেল তিনটার মধ্যে বন্ধ, অপ্রয়োজনে বাড়ী থেকে বের না হতে, মাস্ক ছাড়া বাড়ীর বাহির না হতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে গত বুধবার থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা করে সরকার। কিন্তু এই বিধিনিষেধকে বলা হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’। করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকর করার বিকল্প নেই।