Thursday , April 17 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনায় চলছে করোনার তান্ডব।।স্বাস্থ্যবিধির বালাই নেই-নতুন শনাক্ত ৬৫

পাবনায় চলছে করোনার তান্ডব।।স্বাস্থ্যবিধির বালাই নেই-নতুন শনাক্ত ৬৫

পাবনা প্রতিনিধি, ৩০ এপ্রিল : চলতি সপ্তাহের ধারাবাহিকতায় করোনা ভাইরাসে আজও পাবনায় রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চা আক্রান্ত হয়েছেন।
এই ভয়াবহতার মধ্যেও জেলায় নেই স্বাস্থ্যবিদির বালাই, নেই প্রশাসনিক তৎপরতা। এদিন বিভাগের মোট আক্রান্তের প্রায় অর্ধেকই পাবনা জেলার। আর গতকালের চেয়ে আজকের সংখ্যা দ্বিগুণ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে ১২৫ জন। এর মধ্যে পাবনা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। যা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ। গতকাল বিভাগের মধ্যে পাবনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১৩ জনে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জন।

গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে। জেলার চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগে করোনা ভাইরাসে আজ কোনও মৃত্যু নেই বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৩ জন।

এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৭০০ জন। নতুন করে সু্স্থ হয়েছেন ১৮৪ জন। মোট সুস্থ্য রোগীর সংখ্যা ২৭ হাজার ৭১৮ জন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫৮৬ জন কোভিড-১৯ রোগী। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *