পাবনা প্রতিনিধি, ১১ মে : পাবনার বেড়া উপজেলায় একটি মসজিদ থেকে গভীর রাতে এক তরুণীসহ ইমামকে আটক করা হয়েছে।
বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের বক্তারপুর গ্রামের জামে মসজিদের ইমাম মোঃ হুসাইন ও একই গ্রামের মোঃ আলম বক্স এর মেয়ে মোছাঃ আম্বিয়া খাতুন গত মধ্য রাতে মসজিদের মধ্যে অপকর্ম করা অবস্থায় জনতার হাতে ধরা পরে।
ইমাম টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সে ৬/৭ বছর এই মসজিদে ইমামতীর পাশাপাশী মসজিদ সংলগ্ন মহিলা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ওই তরুণী ইমাম সাহেবের ছাত্রী ছিল। এলাকা বাসীর ধারনা এ অপরাধ দীর্ঘদিন যাবত চলছিল। সকাল ৯.৩০ উভয়কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। তরুণীর বাবা আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
