পাবনা প্রতিনিধি, ১১ মে : আজ সকালে পাবনার সাঁথিয়ায় পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলো:ইমরান (১৮) পিতা-জয়নুল প্রাং,ছোটপাথাইল হাট। সে মাঠে বেগুন তুলতে গিয়ে
বজ্রাঘাতে নিহত হয়।
অপরজন কৃষি শ্রমিক আরিফ (১৫) পিতা- আফসার আলী,আফড়া গ্রামে বাঙ্গী উঠাতে গিয়ে বজ্রপাতে মারা যায়। নিহত আরিফ শাহজাদপুর উপজেলার হাবিবুল্লা নগর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা।
