পাবনা প্রতিনিধি, ১৫ মে : পাবনার সাঁথিয়া উপজেলার করঞ্জায় ইছামতি নদীর কচুড়িপানার নিচে মিললো নিখোঁজ গৃহবধুর লাশ।
স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ লুকিয়ে রাখে স্বামী রাকিবুল ইসলাম (২৪)।
নিখোঁজের ২ দিন পর আজ (১৫ মে) শনিবার সকালে সাঁথিয়ার পাড় করঞ্জা এলাকায় ইছামতি নদীর কচুড়িপানার নিচ থেকে নিহত কানিছ ফাতেমার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কানিছ ফাতেমা বেড়া পৌর এলাকার শুম্ভূপুর মহল্লার মোঃ আব্দুল কাদের মেয়ে।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনা সতত্যা নিশ্চিত করে জানান, দুই বছর আগে সাঁথিয়ার ফেচুয়ান গ্রামের রফিকুলের সাথে বিয়ে হয় কানিছ ফাতেমার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল।
গত ২ দিন আগে ঈদের রাতে কানিছকে তার বাড়ি থেকে কৌশলে সাঁথিয়ার করঞ্জা এলাকায় ডেকে নিয়ে যায় রাকিবুল।
পরে সে কানিজকে শ্বাসরুদ্ধ করে হত্যার কচুড়িপানার নিচে লিশ ফেলে পালিয়ে যায়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। পরবর্তীতে পুলিশ স্বামী রাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে।
এই ঘটনায় বেড়া থানা হত্যা মামলা দায়ের হচ্ছে।
কানিছের ভাই ফরিদ জানান, দুই বছর আগে রাকিবুলের সাথে বিয়ে হয় কানিজের। বিয়ের সময় সাড়ে ৫লাখ টাকা যৌতুক নেয় রফিকুলের পরিবার। বিয়ের পড়েও বিভিন্ন সময় টাকার জন্য নির্যাতন করতো রফিকুলের পরিবার। এছাড়াও তার অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এই কারণে আমার বোন কে হত্যা করেছে।