Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / রাজশাহী বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

এস, এম, আজিজুল হক; ৩০ জুন : রাজশাহী বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁরা মারা যান। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৩৩ জনের। আগের দিন ৪ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা কমার পাশাপাশি শনাক্তের হারও কমেছে। বিভাগে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে নমুনা পরীক্ষা করা হয়ে থাকে।

২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩৩ জন নিয়ে বিভাগে মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৫৪ জনে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ২৫০ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৪০, নাটোরে ৬৫, জয়পুরহাটে ৭৯, বগুড়ায় ১২৭, সিরাজগঞ্জে ৮১ ও পাবনায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। এরপর গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এভাবে শনাক্ত রোগীর সংখ্যা ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার, ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ৯ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৪ জুন ৫০ হাজার ছাড়ায় এবং সর্বশেষ আজ ৫৫ হাজার ছাড়াল রোগী। এর মধ্যে চলতি মাসে ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

➡ একদিনে মৃত্যুর রেকর্ড ⬅

রাজশাহী বিভাগে আগের দিন (বুধবার) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জন মারা গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ড ভেঙে ২২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এক দিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। নতুন মৃত্যু ২২ জন নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বগুড়ায় আটজন, রাজশাহীতে পাঁচ, চাঁপাইনবাবগঞ্জে চার, নাটোরে চার ও নওগাঁয় একজন মারা গেছেন।

মৃত ৮৭৩ জনের মধ্যে সর্বোচ্চ ৩৯২ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৫৭ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১২ জন, নওগাঁয় ৭৭, নাটোরে ৫৪, জয়পুরহাটে ২৮, সিরাজগঞ্জে ৩০ ও পাবনায় ২৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী মারা যান। বিভাগের এখন পর্যন্ত ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বছর (৩১ ডিসেম্বর পর্যন্ত) বিভাগে মারা যান ৩৬৬ জন। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৫০৭ জন। এর মধ্যে চলতি জুন মাসেই মারা গেলেন ৩০৯ জন।

➡ বিভাগে সুস্থ ৩৭৮ জন ⬅

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৭৮ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ২৭৭ জন। নতুন ৩৭৮ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৭২ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ১১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬২ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ৬৬৩ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার জানান, বিভাগে প্রতিদিন সংক্রমণ বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *