পাবনা সংবাদদাতা, ২৪ ডিসেম্বর ২০২২: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সারাদেশের ন্যায় আজ শনিবার (২৪ ডিসেম্বর) পাবনায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে গণমিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগাসহ অনেকে।
একইদিন জামায়াতের ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরওয়ারসহ গ্রেপ্তারকৃত বিরোধীদলীয় সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণমিছিল করেছে জেলা জামায়াতে ইসলাম।