Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অন্যান্য খবর / পাবনায় অবৈধ ইট ভাটার দৌরাত্ব:নষ্ট হচ্ছে পরিবেশ

পাবনায় অবৈধ ইট ভাটার দৌরাত্ব:নষ্ট হচ্ছে পরিবেশ

পাবনা সংবাদদাতা, ৫ জানুয়ারি ২০২৩: পাবানায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাবনা জেলায় ১৯৩টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ৪০টির। ১৫৩টি ইট ভাটাই অবৈধভাবে চলছে দীর্ঘ বছর ধরে।

ইট ভাটা মালিকদের দেয়া তথ্যে জেলায় বর্তমানে ২৮০টি ইটভাটা রয়েছে। ফলে একদিকে প্রতি বছর সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে যত্রতত্র ইট ভাটা গড়ে উঠায় দুষণ হচ্ছে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ। সেই সাথে হ্রাস পাচ্ছে বন ও কৃষি জমি।

পাবনা পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্যে জানা গেছে, জেলার ৯টি উপজেলা ও ১১টি থানা মিলে বৈধ ও অবৈধ মোট ইটভাটার সংখ্যা ১৯৩টি। এর মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ৪০টি। আর অবৈধ ইটভাটার সংখ্যা ১৫৩টি। পাবনা সদর উপজেলায় ৭১টি ইটভাটার মধ্যে বৈধ ভাটা ১৫টি। ঈশ্বরদীতে ৫০টি ভাটার মধ্যে বৈধ ভাটা মাত্র ৫টি। আটঘরিয়া উপজেলায় বৈধ ১টি, অবৈধ ১টি। চাটমোহরে ৬টি ভাটার মধ্যে ৪টি বৈধ। সুজানগরে ১৭টি ভাটার মধ্যে মাত্র ৯টি বৈধ। বেড়া উপজেলায় ১৬টি ভাটার মধ্যে বৈধ ভাটা মাত্র ৪টি। ভাঙ্গুড়ায় ৭টির মধ্যে বৈধ ভাটা ২টি। ফরিদপুর ও সাঁথিয়া উপজেলাতে ১১টি করে ইট ভাটা থাকলেও একটিরও অনুমোদন নেই। এ সকল অবৈধ ভাটায় স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করলেও স্থায়ী ভাবে সে সব ভাটা বন্ধ হচ্ছে না।

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক নাজমুল হোসাইন গণমাধ্যমকে বলেন, জনবল সংকটের কারণে কোন অভিযান পরিচালনা করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

জেলা প্রশাসক রাসেল হোসেন গণমাধ্যমকে বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাবনা সদর, ঈশ্বরদী, সাঁথিয়া ও বেড়ায় বেশ কিছু ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *