বেড়া (পাবনা) প্রতিনিধি; ১৬ এপ্রিল, ২০২৩: পাবনার বেড়া উপজেলার সরকারি বিবি হাই স্কুলের বারান্দা থেকে হাছান আলী (৩৫) নামক এক রিক্সাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ।
নিহত রিক্সা চালকের চাচাতো ভাই নুর ইসলাম (ভুগলা) গণমাধ্যমকে জানান গতকাল রাতে সে বাড়ি থেকে বের হয়। আজ রোববার সকালে স্কুল সংলগ্ন এলাকার কয়েকজন ব্যক্তি লাশ দেখে আমাদেরকে ফোন করে জানান আপনার চাচতো ভাই গলা কাটা অবস্থায় বিবি স্কুলের বারান্দায় পড়ে আছে। স্বজনেরা ঘটনার স্থলে গিয়ে লাশ শনাক্ত করে দেখে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং গলা ও পেট কেটে তাকে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর ধারণা করছে রাতে যে কোন সময় তাকে ডেকে এনে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সে বেড়াও উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইন্তাজ আলী সরকারের ছেলে। এ ব্যাপারে বেড়া মডেল থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
