বেড়া (পাবনা) প্রতিনিধি, ১৮ এপ্রিল ২০২৩: পাবনার আমিনপুরে ডিবির অভিযানে ৬কেজি গাঁজা ১টি রাইফেলসহ ২ জনকে আটক করা হয়েছে।
জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকার আহাম্মদপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) অভিযানে ৬ কেজি গাঁজা ও একটি থ্রী নট থ্রী (মডিফাইড) রাইফেলসহ হৃদয় ও রবিউল নামে ২ জনকে আটক করেছে।
আটক রবিউল (২৪) বিরাহিমপুর দক্ষিন পাড়া এলাকার রাজেম প্রামানিকের ছেলে ও হৃদয় শেখ (২২) সোনাতলা (পূর্বপাড়া) গ্রামের ইউনুস আলী সেখের ছেলে।