Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অর্থ বাণিজ্য / দেশ, উন্নয়ন ও গণতন্ত্র

দেশ, উন্নয়ন ও গণতন্ত্র

🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁🔁⏪🔁
এস,এম,আজিজুল হক, আজিজ:
▶রাত দিন শুনছি অভাব আর অভাব। বাজারে গিয়ে দেখি উল্টো চিত্র। দাম যতই হোক, পছন্দ হলেই-দে ব্যাগে তুলে দে।
মাছ বাজারে ভীড়, মাংসের বাজারে ভীড়, অন্যান্য পন্যের দোকানে ভীড়। ক্রেতাদের মধ্যে কুলি, রিক্সা চালক, টোং দোকানীসহ নিম্ন বিত্তরাও রয়েছে। উচ্চবিত্ত ও উচ্চ বেতনে চাকুরিজীবীদের কথা না হয় বাদই দিলাম।
ডিলডালের বনেদী গোত্রের মাছ বিক্রেতারা সাহস করে দাম হাকালেই ব্যাস। দাম শুনে আমার মত মানুষের মাথা ঘুড়ে গেলেও মুহুর্তের মধ্যে ছো দিয়ে এই চড়া দামেই ব্যাগে ভরে নেয়। মাংস সব্জী সব ক্ষেত্রে একই হাল। সরকার বা দেশ নিয়ে আমরা যতই নেতীবাচক সমালোচনা করি না কেন, আসলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে অনেক। বাজারে ক্রেতারা এখন আগের মত খুব বেশী দরকষাকষি করে না। পছন্দসই পন্যই মুখ্য। দাম তার যতই হোক। নিম্নবিত্ত ও হতদরিদ্র জনগোষ্ঠির বিরাট একটা অংশ বিভিন্ন ধরণের রাষ্ট্রীয় সহায়তা পেয়ে থাকেন। ফলে এই শ্রেণির মানুষের মধ্যে তেমন হাহুতাশ নেই বললেই চলে। পারিবারিক অনুষ্ঠানাদীতে বিনা দাওয়াতের মেহমান আগের মত তেমন দেখা যায় না। শত অভাবের খবর ইথারে ভাসলেও মানুষ তাদের ঘরবাড়ি ঠিকই ঠিকঠাক করে সাজাচ্ছে। চালের টিন খুলে নিয়ে হাটে বিক্রি করার দৃশ্য চোখে পরে না। মাটির ডোয়া, শোলা অথবা চাটাইয়ের বেড়া দেয়া ঘর এখন আর চোখে পরে না। অভাবের খবরে সয়লাবের এই দেশে মানুষের জীবন মানের ইতিবাচক উন্নয়নকে স্বীকার করতে অনেকের লজ্জা লাগে। একাত্তর থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত পরিবর্তন ও উন্নয়নের ইতিহাস চক্ষুস্মান, অথচ রাজনৈতিক প্রতিহিংসা ও সরকারে থাকা রাজনৈতিক দলের গণবিচ্ছিন্নতা এবং দুর্ণীতি সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে। মানুষের চাওয়া পাওয়ার সীমা নেই কিন্তু সরকার স্বক্ষমতা সীমাবদ্ধ। গ্লোবাল ভিলেজের একটি দেশ বাংলাদেশ এবং সে দেশ বৈশ্বিক সমস্যার বাইরে নয়। করোনার ঘা শুকাতে না শুকাতেই ইউক্রেন রুশ যুদ্ধ গোটা বিশ্বকে অস্বস্থিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এ অবস্থা মোকাবিলার স্বার্থে বহু দেশ তাদের খরচের খাত সংকুচিত করতে বাধ্য হচ্ছে, এমন কি সরকারি চাকুরিজীবী ছাটাই পর্যন্ত করছে। এমন অবস্থার মধ্যেও বাংলাদেশে বিভিন্ন সেক্টরে জনবল নিয়োগ অব্যহত রয়েছে। বৈশ্বিক আর্থনৈতিক অবস্থা বিবেচনায় না এনে দেশীয় আর্থনৈতিক অবস্থা নিয়ে নেতীবাচক সমালোচনা প্রকৃত অর্থে দেশ প্রেমিকের কাজ নয়। শুধু মাত্র সরকার ও নির্বাচন নিয়ে নেতীবাচক প্রোপাগান্ডা সাধারণ মানুষ কতটা পছন্দ করে, তাও ভেবে দেখা উচিৎ। পেটে ভাত না থাকলে গণতান্ত্র বা সমাজতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র কোনটাই সাধারণ মানুষের কাছে বিবেচ্য হয় না। গণতন্ত্রে শুধু সুফল থাকে, এমনটি বলা যায় না। দেশ প্রেমিক শাষক গোষ্ঠী ছাড়া কোন তন্ত্রই সাধারণ মানুষের উপকারে আসে না। গণতন্ত্র বিলুপ্ত করে সমাজতন্ত্র তথা দেশ প্রেমিক স্বৈর শাষক গোষ্ঠী অনেক দেশকে তৃতীয় বিশ্বের অভিষাপ মুক্ত করার ইতিহাসও রয়েছে। মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা যত বাড়বে, গণতন্ত্রের স্পৃহা ততই বাড়বে। রাষ্ট্র বিজ্ঞানে বর্ণিত গণতন্ত্রের অভাব গোটা বিশ্বেই বাড়ছে। দেশে দেশে ক্ষমতাশীনরা নিজস্ব স্টাইলে গণতন্ত্র চর্চা করছে যা রাষ্ট্র বিজ্ঞানে বর্ণিত গণতন্ত্র নয়।

About digitalbanladesh2

চেক

মুদ্রাবাজারে স্থিতিশীল ডলার, ওঠানামা অন্য প্রধান মুদ্রার

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৫মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *