Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / পাঠক পাঠিকা দের মাঝে বই বিতরণ করলেন বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার

পাঠক পাঠিকা দের মাঝে বই বিতরণ করলেন বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার

মোঃ জাহাঙ্গীর আলম -মির্জাপুর (টাঙ্গাইল) ১৭ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): নতুন প্রজন্ম হোক বই মুখি, সুন্দর হবে আগামী, এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে ক্ষুদে পাঠক পাঠিকা দের মাঝে বই বিতরণ করলেন বটতলা জ্ঞান অন্বেষণ পাঠাগার।

 

আজ সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে জ্ঞান অন্বেষণের পাঠাগারের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞান অন্বেষণ পাঠাগারের ফাউন্ডার মুহাম্মদ জহিরুল ইসলাম।

 

২০২১ সালে মোঃ জহিরুল ইসলামের উদ্যোগে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়।এই  ফাউন্ডেশনের উদ্যোগে,  শিক্ষাবৃত্তি, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, ঈদ উৎসব এলাকায় নানান রকম মানবিক, সামাজিক, মাদক মুক্ত  এবং নতুন প্রজন্মকে বই মুখি করার জন্য কাজ করে যাচ্ছে। এবং সুন্দর সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে।

 

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের মাঝে বই বিতরণ  করেন ফাউন্ডেশনটি , নতুন বই পেয়ে শিশু -কিশোররা বেশ আনন্দ প্রকাশ করে। বইয়ের মধ্যে ছিল শিশু কিশোর উপযোগী ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি প্রকৃতি, শিশুতোষ,ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই। শিশু কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ।

 

জ্ঞান অন্বেষণ পাঠাগারের ফাউন্ডার মুহাম্মদ জহিরুল ইসলাম ঢাকা টিভি কে বলেন, আগামীতে এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতায় একটি আদর্শ ও বই মুখি শিশু, কিশোর ও যুব সমাজ গড়ার প্রত্যয় ব্যাক্ত করছি। সকলের জীবন হোক বই ময় বই জীবনের কথা কয়, বই পাঠকের বন্ধু।

 

সকলের সহযোগিতায় একটি আদর্শ গ্রাম পাঠাগার গড়ে তুলাই আমার মুল লক্ষ্য।

About Anisur rahman Raju

চেক

বাংলাদেশ পুলিশ বাহিনীতে টিআরসি নিয়োগ: পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতি নির্দেশনা

চাকরি ডেস্ক, 16 মার্চ 2025ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *