Sunday , April 20 2025
ব্রেকিং নিউজ
Home / আন্তর্জাতিক / পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায়। সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলআরাবিয়্যার।

ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে। এই সংঘাতের কারণে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। এটি থামতে হবে।

এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে? তখন তিনি এর সরাসরি উত্তর দেননি।

ট্রাম্প বলেন, যেসব অঞ্চলের ওপর বিরোধ রয়েছে, সেগুলোর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পুনর্নির্মাণে এক শতাব্দী সময় লাগবে। কিছু শহর রয়েছে যেখানে একটিও ভবন দাঁড়িয়ে নেই, সব কিছুই ধ্বংসপ্রাপ্ত।

তিনি আরও জানান, তাকে কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয়েছে, যেখানে লাশ পড়ে ছিল, যা তাকে ১৮৬১-১৮৬৫ সালের আমেরিকান গৃহযুদ্ধের কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছে।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *