Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / এক্সক্লুসিভ / অবশেষে বিয়ের পিঁড়িতে শেহেরিয়ার-মাহিন

অবশেষে বিয়ের পিঁড়িতে শেহেরিয়ার-মাহিন

বিনোদন ডেস্ক, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):   বিয়ে করছেন পাকিস্তানে জনপ্রিয় অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার ও অভিনেত্রী মাহিন সিদ্দিকী।  জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দুজনের বিয়ে-পূর্ব আনুষ্ঠানিকতা ‘ধোলকি’ শুরু হয়েছে। এতে গাঢ় বাদামি রঙের কুর্তার সঙ্গে মিলিয়ে শাল জড়িয়েছেন শেহেরিয়ার। কনে মাহিনকে হলুদ রঙের জামা ও পালাজ্জোর সঙ্গে ওড়নায় দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত শেহেরিয়ার। মাহিন সিদ্দিকী ‘দোবারা’সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গতকাল ‘ধোলকি’ আয়োজন করেছেন নির্মাতা ও প্রযোজক অসিম রেজা। এতে তারকা অভিনেত্রী মাহিরা খান, নির্মাতা ও প্রযোজক মমাল শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় আলী হামজা ও জিমি খানের পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেছে। দুই তারকার বিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।

About Anisur rahman Raju

চেক

টান টান উত্তেজনা, দুর্দান্ত গল্প—মালয়ালম থ্রিলার ‘অফিসার অন ডিউটি’ এবার ওটিটিতে

বিনোদন ডেস্ক, ২১ মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে থ্রিলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *