Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / Uncategorized / ’কথা ক’–এর সেজান গাইলেন সিনেমায়

’কথা ক’–এর সেজান গাইলেন সিনেমায়

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট):  ‘কথা ক’ গান দিয়ে দারুণ আলোচনায় চলে আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে গানটি। সেই সেজান এবার নাম লেখালেন সিনেমার গানে। ’এই শহর স্বার্থপর’ গানটি বানানো হয়েছে ’প্রিয় মালতী’ সিনেমায়। সেজান একা নন, আহমেদ হাসান সানি আছেন গানটিতে। এই শহরের অর্থাৎ মহানগর ঢাকার নিম্ন–মধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানের কথা। যেখানে বলা হয়েছে, ’মানুষ ভাসিয়া যায়, দুঃখের দিন/ এ শহর বর্বর, আর ক্ষমাহীন’।

’প্রিয় মালতী’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ২০ ডিসেম্বর।

সিনেমাটির ’এই শহর স্বার্থপর’ গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। গানটির সুর ও সঙ্গীত করেছেন সেজান। গতকাল ১৭ ডিসেম্বর বেলা দেড়টায় প্রকাশ পায় গানটির টিজার। এতে সানিকে তার স্বভাবসুলভ ঢংয়ে শুনতে পাওয়া গেছে আর সেজানের কণ্ঠে ছিল র‍্যাপ অংশ। পুরো গানটি প্রকাশ পায় রাতে।

সেজান জানান, এই শহরে যে সাম্য নেই, সেটাই এ গান লেখার মূল ভিত্তি, গানটির প্রতি লাইনেই তাই প্রতিবাদ, রাগ–ক্ষোভ রয়েছে বলে জানান সানি। গীতিকার, কণ্ঠশিল্পী সানি বলেন, ’এই শহরটা খুবই স্বার্থপর। এখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর এ গায়কীতে সেই ঢংটা রাখার চেষ্টা করা হয়েছে।

’প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় এলোমলো হয় তার জীবন। তাকে লড়াই করতে হয় সমাজ, প্রচলিত পদ্ধতি, নিয়মের বিরুদ্ধে। বিশৃঙ্খল এই শহরে সমস্যাগুলো যেন তার জন্যই অপেক্ষা করছিল। এই শহর–এই শহরের মানুষ বিত্তশালীদের এমন সমস্যার সম্মুখীন করায় না।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ’প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। বড় পর্দায় নিজের প্রথম সিনেমাতেই প্রশ্ন তুলতে চেয়েছেন তিনি। নির্মাতা বলতে চেয়েছেন, মানুষের অস্তিস্ব শুধু ডেথ সার্টিফিকেট ও ময়না-তদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।

About Anisur rahman Raju

চেক

বাংলাদেশ ইস্যুতে মোদি সরকারকে পদক্ষেপ নিতে বললেন প্রিয়াঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): ভারতের লোকসভায় সরব হলেন কংগ্রেসের প্রথমবারের সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *