Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / Uncategorized / সিঁথিতে সিঁদুর, লাবণ্য হয়ে প্রকাশ্যে এলেন পরীমনি

সিঁথিতে সিঁদুর, লাবণ্য হয়ে প্রকাশ্যে এলেন পরীমনি

বিনোদন ডেস্ক, ১৮ ডিসেম্বের ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। একের পর এক সিনেমার সাফল্যে ঢালিউডে গড়ে নিয়েছেন নিজের শক্ত অবস্থান। ঢালিউডে এক দশকের সফলতার পর এবার অভিনেত্রী পা ফেলেছেন টালিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরীমানর। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমাটি। এবার সামনে এলো সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য।

দেবরাজ সিনহা পরিচালিন সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরীমনি ওপার বাংলার গণমাধ্যমকে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

About Anisur rahman Raju

চেক

বাংলাদেশ ইস্যুতে মোদি সরকারকে পদক্ষেপ নিতে বললেন প্রিয়াঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ ডিসেম্বের ২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): ভারতের লোকসভায় সরব হলেন কংগ্রেসের প্রথমবারের সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *