Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / জরুরী সংবাদ / দ্রুত পাঠ্যবই ছাপানোর তাগিদ শিক্ষা উপদেষ্টার

দ্রুত পাঠ্যবই ছাপানোর তাগিদ শিক্ষা উপদেষ্টার

ঢাকা, ১৯ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  বিনামূল্যে যে পাঠ্যবই শিক্ষার্থীদের প্রতি বছর জানুয়ারির প্রথম দিন দেওয়া হয়, এবার তা ছাপাতে ধীরগতি হচ্ছে বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর কাজ অনেক দূর এগিয়েছে। যথাসময়ে ছাত্র-ছাত্রীদের কাছে তা পৌঁছানো যাবে। কিন্তু মাধ্যমিক পর্যায়ের শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানোর কাজ একটু ধীরগতিতে চলছে। এ কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভায় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যথাসময়ে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ করে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি, দ্রুত এ কাজ শেষ করা সম্ভব হবে।

সভায় ছাপাখানার মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যপুস্তক দ্রুত ছাপানোর আহ্বান জানান।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান, বিভিন্ন ছাপাখানা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *