Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / অর্থ বাণিজ্য / কি কারণে এবার বাড়লো ব্রয়লার ও সোনালী মুরগির দাম !

কি কারণে এবার বাড়লো ব্রয়লার ও সোনালী মুরগির দাম !

ঢাকা, ২০ ডিসেম্বের২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে ভোক্তা সাধারণের এমনিতেই নাভিশ্বাস, এর মধ্যে নতুন করে দাম বেড়েছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চাহিদামতো মুরগি না পেয়ে হতাশ খুচরা ব্যবসায়ীরা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্ব নাখালপাড়ার শিল্পাঞ্চল ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

 

বাজার ঘুরে দেখা যায়, বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০ থেকে ২২০ টাকা এবং সোনালি মুরগি প্রতি  কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সকালে পূর্ব নাখালপাড়ার শিল্পাঞ্চল কাঁচা বাজারে দেখা যায়, বেশির ভাগ মুরগির দোকানে ব্রয়লার ও সোনালি মুরগি ক্রেতা অনুপাতে সংখ্যায় কম।

বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল হোসেন বলেন, বুধবার রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট আর কারওয়ান বাজার ঘুরে কোনো মুরগি পাইনি। পরে কাপ্তান বাজারে গিয়ে চাহিদার তিন ভাগের এক ভাগ পেয়েছি।

 

প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করি। বুধবার কিনেছি এক শ কেজির মতো। অনেক দোকানদার মাল না পেয়ে ফিরে গেছেন।

মহাখালী কাঁচা বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, গতকাল (বুধবার) রাতে কাপ্তান বাজার গিয়ে আমরা মুরগি পাইনি।

 

আগের কিছু সোনালি মুরগি ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে আব্দুর রহিমের দোকানে গিয়ে দেখা যায়, ২০ থেকে ২৫টি মুরগি রয়েছে খাঁচায়। তিনি বলেন, বাজারে মাল কেনা যায়নি। এক দিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ী মো. গোলাম কিবরিয়া বলেন, গত মঙ্গলবারে এ অঞ্চলে নিরাপদ সড়কের দাবিতে এখানে কোনো গাড়ি দাঁড়াতে দেয়নি শিক্ষার্থীরা।

 

এতে মুরগি না আসায় বাজারে বিরূপ প্রভাব পড়ছে। সোমবার পাইকারিতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৮-১৬০ টাকায়, বুধবার রাতে সেই মুরগি বিক্রি হয় ২১০ টাকা কেজি দরে। সারা দেশের মুরগি কাপ্তান ও ঠাঁটারি বাজারে আসার পর এখান থেকে অন্যান্য বাজারে যায়। কিন্তু এই বাজারেই কোনো ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, এখানে ট্রাক দাঁড়াতে না দিলে একটি নির্দিষ্ট জায়গা দিতে হবে। তা না হলে ব্যবসা করা যাবে না।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *