Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / বিনোদন / ছোট পর্দার খবর / প্রথম সিনেমার প্রথম শো শেষে যা বলছেন মেহজাবীন ও দর্শক

প্রথম সিনেমার প্রথম শো শেষে যা বলছেন মেহজাবীন ও দর্শক

স্পোর্টস ডেস্ক, ২১ ডিসেম্বের২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় তারকা মেহজাবিন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সকালের শো টি শেষ হয় বেলা দেড়টায়। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের।

২০ ডিসেম্বর থেকে সারা দেশের ২০টিরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে প্রিয় মালতী।

দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে সকাল ১১টায় রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে যান মেহজাবীন চৌধুরী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। ১১টা ২০ মিনিটে শুরু হয় প্রথম শো। শো–টি ছিল হাউজফুল।

সিনেমা শেষে মেহজাবীনকে শুভেচ্ছা জানান দর্শকরা।

সিনেমাটি তাদের ভালো লেগেছে বলে মন্তব্য করেন দর্শকরা। সিনেমায় থাকা সামাজিক সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করেন তারা। নানা বয়সী দর্শকদের দেখা গেছে প্রথম শো–তে। বয়সে পার্থক্য থাকলেও গল্পের মূল ভাবনা বুঝতে সমস্যা হয়নি কারও।

কিছু দর্শককে চোখে পানি নিয়ে বের হতে দেখা গেছে। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন অধিকাংশ দর্শক। দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা। তার আগে দর্শকদের সঙ্গে ছবিও তোলেন এই অভিনেত্রী। এসময় মেহজাবীন বলেন, ’সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল।

কিন্তু দর্শক এতটা ইশশোনাল হয়ে পরবেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।’

এ সিনেমার মাধ্যমে বড় অভিনেত্রী হিসেবে মেহজাবীন, নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে পর্দায় অভিষিক্ত হয়েছেন আদনান আল রাজীব।

‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

About Anisur rahman Raju

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *