Wednesday , April 16 2025
ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ক্রিকেট / রুট-আর্চার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন : নেই স্টোকস

রুট-আর্চার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন : নেই স্টোকস

স্পোর্টস ডেস্ক, ২৩ ডিসেম্বের২০২৪ইং (ডিজিটাল বাংলাদেশ  রিপোর্ট): ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় ভারতীয় দল। ছাড় দিতে রাজি ছিল না পাকিস্তানও। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে দিন কয়েক আগেই। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট।

 

‘মিনি বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ২০১৯ এর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে সাদা বলের কোচ হিসেবে অভিষেক হবে ব্রেন্ডন ম্যাককালামের। সেই সিরিজের দলও ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বছরের বেশি সময় পর ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন টেস্টের নম্বর ওয়ান জো রুট। তবে ভারত সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

 

রবিবার (২২ ডিসেম্বর) ভারত সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইসিবি। গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জো রুট। টেস্টর নম্বর ওয়ান ব্যাটারের সঙ্গে দলে ফিরেছেন জোফরা আর্চারও।

 

এই মাসের শেষদিকে ৩৪ বছর পূর্ণ করতে যাওয়া রুট গত এক বছরে টেস্টে ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করেছেন, হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি। তবে গত বছর অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এই সংস্করণে আর খেলেননি তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আগে ৩০.৬৬ গড়ে ২৭৬ ব্রান করেছিলেন। ওয়ানডে ফরম্যাটে রুটের ক্যারিয়ার গড় ৪৭.৬০ হলেও ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর পর ২৮ ওয়ানডে ম্যাচে ২৮.৯৫ গড়ে ৬৬৬ রান করেছেন তিনি।

 

রুটের পাশাপাশি বেন স্টোকসেরও ওয়ানডে দলে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হচ্ছে না তার। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২৩ রানের বিশাল হারের ম্যাচে নতুন করে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

 

চলতি বছর টেস্ট খেলা দলের ৮জনকেই ভারত সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে রেখেছেন ম্যাককালাম। স্কোয়াডে পাঁচজন বোলার আছেন যারা ১৫০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করতে পারেন। এই তালিকায় আছেন জোফরা আর্চারও। ২০২৪ সালে ইনজুরি মুক্ত হওয়ার পর প্রথমবার ওয়ানডে খেলতে যাচ্ছেন এই পেসার।

 

দলে ফেরার তালিকায় আছেন ইংল্যান্ডের সবচেয়ে দ্রুতগতির বোলার মার্ক উড। গাস অ্যাটকিনসন, ব্রেইডন কার্স, সাকিব মাহমুদও। তবে কোনো দলেই জায়গা হয়নি অলরাউন্ডার স্যাম কুরানের।

 

চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রেইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

 

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রেইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

About digitalbangladesh24

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *